ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদন

১৯ বছর পরে নগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন । জাতীয় সংসদ নিবাচনকে সামনে রেখে আওয়ামীলীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ সারাদেশে দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে দীর্ঘ ১৯ বছর পর জাকজমকপূর্ণ জেলা ও মহানগরের ত্রিবার্ষিক সম্মেলন।

কেন্দ্রীয় যুবলীগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো ৩০ মে ২০২২ সোমবার নগরীর কিং অফ চট্টগ্রামে। ৯ বছর আগে ৯০ দিনের জন্য গড়া নগর যুবলীগের ১০১ সদস্যের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু ও যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ সহ অনেকেই নগর আওয়ামীলীগে আগ্রহী হওয়াতে। নতুন করে দুই পদের জন্য ১০৭ জনের আবেদনই বুঝতে পারা যায় নগর যুবলীগের ত্রিবার্বাষিক সম্মেলন নিয়ে কত বেশি উদ্দীপ্ত নগর যুবলীগের নেতা কর্মীরা।

দিন শেষে -এ কামনায় সাধারণের মনে যে বা যারাই আসুন মহানগর যুবলীগের ভাইটাল চেয়ারে রোদে পোড়া-ঘামে ভেজা তৃণমূলের কন্ঠের যেন মূল্যায়ন হয়।পাথর লাঠির ভয়ে পিছনে যাওয়া সৈনিক নয়,অন্যায়ের বিরুদ্ধে দূর্দিনে রাজপথ কাঁপানো সাহসী তৃণমূল যেন মূল্যায়িত হয় এ সম্মেলনে ।

এ আশাবাদ আওয়ামী ঘরানার সাধারণ মানুষ তথা তৃণমূল যুবলীগ কর্মীদের।

উল্লেখ্য ২০০৩ সালে সম্মেলনের মাধ্যমে নির্বাচিত সভাপতি চন্দন ধর ও সাধারণ সম্পাদক মশিউর রহমান এর নেতৃত্বাধীন নগর যুবলীগ কমিটি বিলুপ্ত করে। ২০১৩ সালের ৯ জুলাই শুধুমাত্র ৯০ দিনের জন্য ১০১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল।

যার মূল উদ্দেশ্যই নিয়মিত কমিটি গড়ার কথা থাকলেও নগরের ৩৪টি সাংগঠনিক ওয়াডের মধ্যে মাত্র উত্তর পতেঙ্গা, পতেঙ্গা, পাঠানটুলী ও শুলকবহর এর এই ৪ টি ওয়ার্ড কমিটি ছাড়া সংগঠনের ১৬ থানায়ও কোন কমিটি হয়নি।

গত ২৬ মার্চ ২০২২ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই সভাপতি পদের জন্য ৩৫জন সাধারণ সম্পাদক পদের জন্য ৭২ জন যুবলীগ কর্মী আবেদন করেন।

বতর্মান ১০১ এর আহ্বায়ক কমিটির দিদারুল আলম দিদার এবং মাহবুবুল হক সুমন ছাড়া অন্য তিনজন আবেদন পত্র জমা দেননি।

নগর যুবলীগের সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হুলেন নগর ছাত্রলীগের স্টিয়ারিং কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দিদারুল আলম দিদার, ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, নগর যুবলীগের কার্য্যনিবাহী কমিটির সদস্য নূরুল আনোয়ার, পাহাড়তলী ওর্য়াড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সি ডি এ এর বোর্ড মেম্বার এম আর আজিম, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য সুরঞ্জিত বড়ুয়া লাবু।

চ্যানেল আর এ নিউজ ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *