ফাইল ফটৈা

নিজস্ব প্রতিবেদন

আয়নাবাজীর খপ্পরে পরে সিলেটের
ভারসাম্যহীনা এখন ৯ মাস আগের মৃত বাছিরন বেওয়া!!!
হ্যাঁ সুধী দর্শক, ঠিক তেমনটিই ঘটেছে…
গত ১১ মে ২০২২ বুূধবার ৯মাস আগে কবর দেয়া গাইবান্ধা কোম্পানি পাড়ার মৃত বাছিরন সাদৃশ্যরতা ভারসাম্যহীন বয়স্কা বৃদ্ধা সিলেট /
খুলনা হতে কিভাবে এলেন এতদূর! কেন তার স্বজন পায়না খুঁজে প্রশাসন?

এ নিয়ে এলাকার প্রত্যক্ষ্যদর্শী সহ সকলের মাঝে এক মিশ্র প্রতিক্রিয়া ও সন্দেহের ধোয়াঁশা বৃদ্ধাকে নিয়ে।

কেউবা আছে দোদুল্যমানতায়।কে এই বৃদ্ধা? কি তার পরিচয়?

কারো মতে ৬০-৬৫ বছরের ভিক্ষুক বৃদ্ধা খুলনা থেকে এসেছেন,নাম- পদ্ম।

কারো কাছে তিনি সিলেটের ভারসাম্যহীন সাধারন বয়স্কা।
কিন্তু সবকিছু ছাড়িয়ে জনমনে কয়েকদিন ধরে একপ্রশ্নই বারবার উঁকি দিচ্ছে কিভাবে এলেন এতদূর!
কেনইবা এলেন! আয়নাবাজি? ভেলকিবাজি?
নাকি এর পেছনে লুকিয়ে থাকা নিষ্ঠুর লাঞ্ছনা বা ভরনপোষণ ক্লেশ?

এ বিষয়ে জানতে চাওয়া হলে সদর থানার ওসি ( অপারেশন) জাহাঙ্গীর আলম এবং
অফিসার ইনচার্জ মাসুদুর রহমান সহ দুজনেই অভিন্ন মতে বলেন –
দূর্বল ভারসাম্যহীন বৃদ্ধা কখনো সিলেট জেলার বা কখনো খুলনার পদ্ম বলে
নিজেকে দাবী করছেন।

প্রত্যক্ষদর্শীর তথ্যমতে কোম্পানী পাড়ার রেল স্টেশন
সংলগ্ন বাড়ির মাজেদা বেগম রাস্তার একপাশে ৯ মাস আগে গত হওয়া
তার মৃত মায়ের মতো দেখতে এক বৃদ্ধাকে দেখে কথা বলার একপর্যায়ে
আবেগতাড়িত হয়ে বাড়িতে নিয়ে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পর্রবতী তিনি এবং
তার পরিবার তাদের ভুল বুঝতে পেরে সেই বৃদ্ধাকে আর বাড়িতে ঠাঁই দিতে রাজি না হওয়ায় এবং
বয়স্কার কোন ওয়ারিশদার না থাকায়, সমাজ সেবা বিভাগের সহযোগিতায় বৃদ্ধাকে বৃদ্ধাশ্রমে
পাঠানোর প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।

গত ২১/ ১/২০২১ B.B.C NEWS বাংলা’র তর্থ্যমতে,
মানুষের গড় আয়ূ বাড়তে থাকায় প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও বাড়ছে।

কিন্তু প্রবীণদের সেবায় এ দেশে প্রয়োজনীয় অবকাঠামো এবং জনবল তেমন গড়ে উঠেনি।
যৌথ পরিবার ভেঙে একক পরিবারের সাংখ্যাধিক্য, সহনশীলতার অভাব,
পারিবারিক মূল্যবোধের সীমাবদ্ধতা এবং বিভিন্ন লোকজ আনন্দ উৎসব কর্পোরেটে পরিবর্তিত রুপের কারণেই হলো মানুষের বৃদ্ধাশ্রমের প্রতি ঝোঁকার মূল কারণ।

সুশীল সমাজের মতে এখনই বৃদ্ধ মা বাবার অধিকার রক্ষায় কঠোর আইন এবং
তার দ্রুত বিচার নিচ্ছিতকরন নিশ্চত করতে হবে। তবেই বয়জ্যেষ্ঠ সদস্যের উপস্থিতিতে আবারও
পারিবারিক বন্ধন দৃঢ় এবং নৈতিক মূল্যবোধ তৈরিতে সাহায্য করবে সমাজ।
তখন আর খুলনার পদ্ম সিলেটের ভারসাম্যহীন বৃদ্ধাকে আয়নাবাজির খপ্পরে
ফেলে দায় এড়াতে পাড়বে না সমাজ বা তার পরিবার।

চ্যানেল আর এ নিউজ ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *