নিজস্ব প্রতিবেদন
পটুয়াখালীর পায়রা সেতুতে গাড়িবহরের টোল চাওয়ায়
নিরাপত্তাকর্মীকে মারধর করেছেন সংসদ সদস্যের ছেলে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার (৫ মে) রাতে পটুয়াখালী সংরক্ষিত আসনের সংসদ সদস্য
কাজী কানিজ সুলতানা হেলেনের ছেলে মাহিন হোসেন তালুকদার জয়
বিয়ের অনুষ্ঠান শেষে গাড়িবহর নিয়ে পটুয়াখালী যাচ্ছিলেন।
পায়রা সেতুতে এলে টোল না দিয়েই সেতু পার হওয়ার চেষ্টা করেন তারা।
কিন্তু টোল আদায়কারীদের বাধার মুখে পড়লে টোল দিতে
অপারগতা জানান এমপির ছেলে ও তার সমর্থকরা।
এ নিয়ে প্লাজার লোকজনের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়।
একপর্যায়ে টোল প্লাজার সিকিউরিটি গার্ড রাসেলকে মারধরের অভিযোগ ওঠে এমপির ছেলের বিরুদ্ধে।
দ্বিতীয় দফায় আবারও এমপির লোকজন গিয়ে টোলপ্লাজায় হামলা করে।
এ সময় উভয়পক্ষের ৬ জন আহত হন।
চ্যানেল আর এ নিউজ ডেস্ক