নিজস্ব প্রতিবেদন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অনেকেই অনেক ইচ্ছা ব্যক্ত করতে পারেন।
দলগুলো মতামত দিতে পারে। তবে কোন পদ্ধতিতে ভোট নেওয়া হবে, সবকিছু পর্যালোচনা করে সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।
গত শনিবার আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইঙ্গিত দেন,
আগামী জাতীয় নির্বাচনে সব আসনে ভোট হবে ইভিএমে।
বিএনপিসহ বিরোধী দলগুলো ভোটে ইভিএমের ব্যবহারের বিরোধিতা করছে।
ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের ওপর থাকবে বলে জানান কাজী হাবিবুল আউয়াল।
চ্যানেল আর এ নিউজ ডেস্ক