নিজস্ব প্রতিবেদন
সিলেটের জাফলং পর্যটনকেন্দ্রে পর্যটকদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীরা।
এতে অন্তত ছয়জন পর্যটক আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মে) দুপুর দেড়টার দিকে লাঠি-সোটা নিয়ে পর্যটকদের ওপর হামলা চালায় কিছু স্বেচ্ছাসেবী।
হামলায় নারী, শিশুসহ অন্তত ছয়জন আহত হন।
জানা যায়, জাফলংয়ের টিকিট কেনাকে কেন্দ্র করে পর্যটকদের সঙ্গে কাউন্টারের কর্মীদের বাগ্বিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে সেখানকার স্বেচ্ছাসেবকরা লাঠিসোটা দিয়ে পর্যটকদের পেটাতে শুরু করে।
তখন ঘটনাস্থলে থাকা দুই নারী এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালায় অভিযুক্তরা।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
চ্যানেল আর এ নিউজ ডেস্ক