ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদন

আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিম্ন পদস্থ কর্মীদের সাথে খুশি ভাগাভাগি করে নিতে
তাদের জন্য ঈদ উপহার হিসেবে ১০ লাখ টাকা দিলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান।

দেশসেরা এই ক্রিকেটারের ঈদ উপহার পাবেন
বিসিবির অফিস সহকারী থেকে শুরু করে মাঠকর্মী ও পরিচ্ছন্নতা কর্মীরা।

বুধবার (২৭ এপ্রিল) সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) উপহারের টাকা পাঠিয়েছেন সাকিব।
এ টাকা থেকে কেউ যাতে বঞ্চিত না হোন এ জন্য তিনি নির্ধারণ করে দিয়েছেন কারা কারা পাবে এই ঈদ উপহার।
আর টাকাটা স্টাফদের মধ্যে সমানভাবে বন্টন করার নির্দেশ দিয়েছেন দেশ সেরা এই অলরাউন্ডার।

সাকিবের দেয়া এমন ঈদ উপহার প্রথম হলেও বিসিবির সকল স্টাফদের জন্য এটি প্রথম নয়।
ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবারই বাংলাদেশ দলের তারকা ক্রিকেটাররা তাদের পাশে দাঁড়িয়েছেন।
এবার ঝামেলা এড়াতে সাকিব নিজ হাতে স্টাফদের ঈদ উপহার না দিয়ে বোর্ডের মাধ্যমে দিয়েছেন।
যাতে কাজটা সুশৃঙ্খলভাবে হয়।

চ্যানেল আর এ নিউজ ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *