নিজস্ব প্রতিবেদন
কোন আইনে রত্নাকে ১৩ ঘণ্টা থানায় আটকে রাখা হল,
তেঁতুলতলা মাঠে থানা নয়, খেলার মাঠ রাখার দাবি।
রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে কলাবাগান থানা ভবন নির্মাণ না করে খেলার মাঠ রাখার দাবি জানিয়েছেন সমাজের সচেতন নাগরিকরা।
একই সঙ্গে সৈয়দা রত্না ও তার সন্তান তুলে নিয়ে যাওয়া হবে কেন এবং
গণতান্ত্রিক দেশে মুচলেকা দিয়ে আন্দোলন বন্ধ করা হবে কেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
সোমবার (২৫ এপ্রিল) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে
‘তেঁতুলতলা মাঠে থানা না এলাকাবাসীকে হয়রানি ও আটকের তীব্র প্রতিবাদ’
শীর্ষক সংবাদ সম্মেলনে অধিকারকর্মীরা এসব কথা বলেন।
এছাড়া কলাবাগানের তেঁতুল তলা মাঠ রক্ষার আন্দোলনকারী
সৈয়দা রত্মা ও তার তরুণ ছেলেকে ১৩ ঘণ্টা থানায় আটকে রাখা হয়েছে।
অন্যদিকে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী , এ বিষয়ে মেয়রকে অনুরোধ জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হলে সবকিছুই মুখ থুবড়ে পড়বে।
তিনি আরও বলেন, বিকল্প না পেলে তেঁতুলতলার মাঠেই হবে ভবন।
চ্যানেল আর এ নিউজ ডেস্ক