নিজস্ব প্রতিবেদন
বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায়
সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।
সোমবার (২৫ এপ্রিল) সকালে মিরপুর ১১ নম্বর সড়কে অবস্থান নেন
কটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা।
এদিকে অবরোধের কারণে মিরপুর ১০ থেকে ১২ নম্বর যাওয়ার প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
ফলে আশপাশের সড়কে তৈরি হয়েছে যানজট। পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
এর আগে ২৩ এপ্রিল একই দাবিতে সড়ক অবরোধ করেছিলেন এই কারখানার শ্রমিকরা।
চ্যানেল আর এ নিউজ ডেস্ক