নিজস্ব প্রতিবেদক

মাত্র ছয় মাস হলো নাহিদ ও ডালিয়ার বিয়ের বয়স।
অর্থকষ্টের মধ্যেই তাঁদের সংসার পাখা মেলছিল।
প্রেমের বিয়ের কারণে দুজনের চোখে ভালোবাসার রং জেগেছিল আরো আগে থেকেই।
অথচ কে জানত—একজনের চোখ বুজে যাবে এত দ্রুত।

রাতে নাহিদের বাজার নিয়ে ঘরে ফেরার কথা থাকলেও তিনি আর ফেরেননি।
পরদিন ফিরেছেন লাশ হয়ে।

বিয়ের পর এবারই ছিল নাহিদ-ডালিয়ার প্রথম ঈদ।
এই ঈদে বউকে শাড়ি কিনে দেবেন বলেছিলেন নাহিদ।
সে কথা রাখতে পারলেন না তিনি। বাবার জন্যও পাঞ্জাবি কিনবেন বলেছিলেন।
কেনাকাটা কিছুই হলো না। নাহিদের এমন বহু কথাই তোলা থাকবে ডালিয়ার মনে।

গত মঙ্গলবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাহিদের মৃত্যু হয়।
ঢাকা কলেজের ছাত্র ও নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীদের সংঘর্ষের মধ্যে পড়ে আহত হন নাহিদ।
সেখান থেকে এক পথচারী তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
রাত ৯টা ৪০ মিনিটের দিকে চিকিৎসকরা নাহিদকে মৃত ঘোষণা করেন।

চ্যানেল আর এ নিউজ ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *