নিজস্ব প্রতিবেদন
যে ভালোবাসার বারান্দায় পাঁচ বছর ধরে হাসি-কান্না-প্রেমেমাখা মুহূর্তগুলো কাটিয়েছেন,
সেখানেই আলিয়াকে নিজের ঘরণী বানালেন রণবীর।
বৃহস্পতিবার বিকেলে রণবীরের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তে বসেছিল বিয়ের অনুষ্ঠান।
পেইল গোলাপির পোশাক আর মুক্তো সাদা অলঙ্কারে সেজে বর-বধূ, মঙ্গলশঙ্খের ধ্বনি আর
প্রিয়জনদের আশীর্বাদের আর শুভেচ্ছার বন্যায় ভেসে সাত নয়, চার পাক ঘুরলেন রণবীর-আলিয়া।
হ্যাঁ, বিয়ের অুষ্ঠানে সাত পাক ঘোরেননি দুজনে।
বরং চার পাক ঘুরেই সেরেছেন বিয়ের অনুষ্ঠান,
এমনটাই জানিয়েছেন কনের ভাই রাহুল ভাট।
চারজন পণ্ডিতের উপস্থিতিতে হয়েছে বিয়ে।
রাহুল বলেন, ‘পণ্ডিতজি প্রত্যেক পাকের গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন দুজনকে।
একটা হয় ধর্মের জন্য, অন্যটা সন্তানের জন্য… একদম চিত্তাকর্ষক ব্যাপার।
আমরা আগে কখনো এটা দেখিনি। আমি এমন একটা পরিবারের সন্তান, সেখানে সব ধর্মের মানুষজন রয়েছে।
আমার কাছে এটা অন্য রমক। সাতটা নয়, চারটে পাক ঘুরেছে ওঁরা’।
যদিও কী কারণে চার পাক ঘোরবার সিদ্ধান্ত,
তা স্পষ্ট করে বলতে পারেননি রাহুল।
চ্যানেল আর এ নিউজ ডেস্ক