নিজস্ব প্রতিবেদক

পরীক্ষার হলে বসে ফেসবুক লাইভে আসার অভিযোগ উঠেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন।
শুক্রবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে কারিগরি শিক্ষাবোর্ডের
অধীনে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়ে ছয় মাস মেয়াদি কোর্সের পরীক্ষা দেওয়ার সময় লাইভে আসেন তিনি।

৯ মিনিট ৩৮ সেকেন্ডের লাইভে ছাত্রলীগের এই নেতা সুমন বলেন,
‘আমাদের পরীক্ষা চলছে। সবাই লিখছে, আমি বসে আছি। সবাই লিখছে বাংলায়।
আমিতো বাংলায় লিখি না, ইংলিশে লিখি।

অনেক দিনের ইচ্ছে ছিল, পরীক্ষার হলরুমে বসে ফেসবুক লাইভ দেবো।
সেই ইচ্ছা আজ পূরণ হলো। ম্যাডামও দেখি আমার ভিডিও করছেন।
আমরা ছাত্রলীগ, যেখানে যাবো সেখানেই বুলেট।’

এই কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাজিম বলেন,
‘পরীক্ষার হলে লাইভ করা ঠিক না। তবে সাধারণ সম্পাদক লাইভে এসে কী বলেছেন সেটি এখনও আমি জানি না।
বিষয়টি প্রমাণিত হলে তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের অ্যাকাডেমিক ইনচার্জ মাহবুব উল ইসলাম জানান,
পরীক্ষা তো পরীক্ষাই। সেখানে ছাত্রলীগ নেতা হোক আর সাধারণ শিক্ষার্থীই হোক কারও ফেসবুক লাইভের সুযোগ নেই। ঘ
টনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চ্যানেল আর এ নিউজ ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *