নিউজ ডেস্ক
রমজান মাসের শুরু থেকেই রাজধানীর বাজারগুলোতে বিভিন্ন ফলের দাম বেড়েছে। এর মধ্যে সব থেকে বেশি বেড়েছে আনারসের দাম।
ভিটামিন এ এবং সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাসে ভরপুর এ ফলটির দাম বেড়ে এক লাফে প্রায় তিনগুণ হয়েছে।
আনারসের দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, এখন যে আনারস পাওয়া যাচ্ছে তা আগাম আনারস।
রোজায় বিভিন্ন ফলের পাশাপাশি আনারসের চাহিদা বেড়েছে। কিন্তু রসালো এ ফলটির সরবরাহ বাড়েনি।
এ কারণে দাম বেড়েছে। সামনে আনারসের সরবরাহ বাড়লে দাম কমে যাবে।
রোজায় আপেল, কমলা ও মাল্টার দাম কিছুটা বেড়েছে। তবে খুব বেশি বাড়েনি।
কেজিতে ১০-১৫ টাকার মতো বেড়েছে। আসলে এখন আপেল, কমলা, মাল্টার সরবরাহ কম। এটাই দাম বাড়ার কারণ।
অন্যদিকে, বিভিন্ন ফলের দাম বাড়লেও রোজায় তরমুজের দাম কমেছে।
রোজার আগে খুচরা পর্যায়ে ৬০ টাকা কেজি বিক্রি হওয়া তরমুজ এখন ৪০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে।
চ্যানেল আর এ নিউজ ডেস্ক