প্রতিবেদন ঃ আল আমিন জয়
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রামে উদযাপিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২। দিবসটি উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন, প্রতিষ্ঠানের সৌন্দর্যবর্ধন; সাজসজ্জা ও আলোকসজ্জার ব্যবস্থা, মহান স্বাধীনতার মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ ও বঙ্গবন্ধুর ছবি, ঊদ্ধৃতি, পোস্টার ও চিত্রাঙ্কন এবং রচনা শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপনসহ বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে আলোচনা সভা, আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে জাতির পিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্মের ওপর বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর শুরু হয় আলোচনা অনুষ্ঠান।এতে স্বাগত বক্তব্য রাখেন ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২’ উদযাপন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক বিচিত্রা সেন।প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখার কয়েকজন শিক্ষার্থীও আলোচনায় অংশগ্রহণ করে।
এছাড়া বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রোকসানা বেগম, কলেজ উপাধ্যক্ষ প্রবীর চৌধুরী প্রমুখ।এর পরপর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।পুরস্কার বিতরণ করেন অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর খান, এনপিপি, পিএসসি, বিএন।
পরে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্যানুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা জাতির পিতাকে স্মরণের মাধ্যমে সভাস্থলকে মুখরিত করে তোলে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ফটোসেশন এবং অধ্যক্ষের ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
চ্যানেল আর এ নিউজ ডেস্ক