ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদন

দুই শিশুর মৃত্যুর ঘটনায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নাপা সিরাপে ক্ষতিকারক কিছু মেলেনি বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

গতকাল সোমবার দুপুরে অধিদপ্তরে করা এক সংবাদ সম্মেলনে এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ এই তথ্য জানান।

মহাপরিচালক বলেন,

ওই দুই শিশুর জন্য ব্রাহ্মণবাড়িয়ার যে ওষুধের দোকান থেকে বেক্সিমকোর নাপা সিরাপ কেনা হয়েছিল, সেই দোকান থেকে সংগৃহীত ওষুধের মান পরীক্ষা করে দেখা গেছে, ওষুধটির গুণগত মান সঠিক ছিল।

তিনি জানান, মা ফার্মেসি নামের ওই দোকান থেকে আটটি বোতল সংগ্রহ করা হয়। তার মধ্যে সবটিতেই ফল ‘পজিটিভ’ এসেছে। এই সিরাপে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি। ক্ষতিকারক কিছু পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার দিন দুপুরে শিশুরা খিচুড়ি ও আচার খেয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। সে ক্ষেত্রে খাবারের কারণে শিশুদের বিষক্রিয়া হয়েছিল কি না, সে বিষয়টিও এখন সামনে চলে এসেছে।

তা ছাড়া দুটি মোবাইল ফোনের কল রেকর্ড নিয়েও কাজ চলছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। সেই দুই মোবাইল ফোনে বেশ কিছুদিন ধরে অনেক সময় নিয়ে কথোপকথন হতো। এর একটি মোবাইল ফোন শিশুর পরিবারের।

চ্যানেল আর এ নিউজ ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *