নিজস্ব প্রতিবেদন
ওষুধ মেয়াদোত্তীর্ণ? ওষুধের কারণে বিষক্রিয়া হয়েছে? অন্য কোনো রহস্য থাকতে পারে কি না,
কারও কোনো গাফিলতি ছিল কি না- জ্বরের ওষুধ খাওয়ার পর পরই দুই শিশুর (সহোদরের) মৃত্যুর ঘটনায় এমন সব প্রশ্নে কারও কাছেই স্পষ্ট কোনো উত্তর নেই।
যে কারণে ওই দুই শিশুর মৃত্যু রহস্য এখনো উন্মোচিত হয়নি। সংশ্লিষ্ট চিকিৎসক বলছেন, রোগীকে তাৎক্ষণিক অস্বাভাবিক দেখা যায়নি।
ময়না তদন্তকারী চিকিৎসক বলছেন, বাহ্যিকভাবে সন্দেহ করার মতো ভিন্ন কিছু পাওয়া যায়নি।
ভিসেরা রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। পুলিশের কাছেও মৃত্যু সম্পর্কে নতুন করে কোনো তথ্য নেই।
এদিকে, যে সিরাপটি খেয়ে শিশুটির মৃত্যু হয়েছে সেটি পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
ওই দোকানের একই রকমের আরেকটি সিরাপও পরীক্ষার জন্য পাঠানো হয়। এরই মধ্যে সিলগালা করে দেওয়া হয়েছে ওষুধ আনা ‘মা ফার্মেসি’।
ব্রাহ্মণবাড়িয়ার সকল ফার্মেসিতে একই ধরনের সিরাপ বিক্রি বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
অপরদিকে এ ঘটনায় দু’টি তদন্ত কমিটি ও একাধিক পরিদর্শন কমিটি গঠন হয়েছে।
পরিদর্শন কমিটি সংশ্লিষ্টস্থানগুলো ঘুরে দেখে প্রয়োজনীয়দের সঙ্গে কথা বলেছেন।
তদন্ত কমিটি ঘটনাস্থলে না এলেও প্রাথমিক কিছু তথ্য সংগ্রহ করেছেন।
চ্যানেল আর এ নিউজ ডেস্ক