ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদন

তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলিউড তারকা সানি লিওনের পরিচয় গোপন করে বাংলাদেশে আসা নিয়ে প্রশ্ন তুলে
তার অনুমতি বাতিলের কথা গণমাধ্যমে বললেও কোন সমস্যা ছাড়াই শনিবার
(১২ মার্চ) বিকেলে ঢাকার বিমানবন্দরে পা রাখেন সানি লিওন।

নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে এই তারকা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
তার সেই ছবিতে দেখা যায় তিনি ঢাকার বিমানবন্দরে।

তার পেছনে লেখা রয়েছে ‘ওয়েলকাম টু বাংলাদেশ’।
ছবিটির ক্যাপশনে সানি লিওন লেখেন, ‘সুন্দর এই দেশে এসে আমি অনেক খুশি।’

এদিকে ঢাকায় আসার পর সানি লিওন সোজা চলে গেছেন গানবাংলা টিভির কার্যালয়ে।
সেখানে তাকে বরণ করে নিয়েছেন সংগীতশিল্পী ও গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস।
সানির সঙ্গে তার স্বামী ড্যানিয়েল ওয়েভারও এসেছেন।

তারা তিনজন মিলে একটি সেলফিও তুলেছেন।
সেটা শেয়ার দিয়ে তাপস লিখেছেন, ‘সময় এখন উদযাপনের’।

জানা গেছে, গান বাংলা চ্যানেলের কর্ণধার ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস-
ফারজানা মুন্নী দম্পতির মেয়ের বিয়ের দাওয়াত খেতেই বাংলাদেশে এসেছেন সানি লিওন।

আজ রাতে ঢাকার একটি নামি রেস্তারাঁয় হবে জমকালে এই বিয়ের আয়োজন।
সেই অনুষ্ঠানে পারফর্মও করবেন ।

চ্যানেল আর এ নিউজ ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *