নিজস্ব প্রতিবেদন
চারদিনের ব্যবধানে চট্টগ্রামের পাঁচলাইশে আরেক মাদ্রাসার ভেতর থেকে
মো. আরমান হোসেন নামে ১৪ বছর বয়সী এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১১টায় পিলখানা এলাকার আলী বিন আবী তালিব মাদ্রাসার বাউন্ডারির ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মাদ্রাসার পরিচালক হাফেজ আব্দুল মান্নান জানান,
মাদ্রাসা ভবনের ছাদ থেকে অসাবধানবশত পড়ে গিয়ে আরমানের মৃত্যু হয়েছে।
তবে তার মৃত্যুকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন স্বজনেরা। আরমান মুরাদপুরের মির্জাপুল এলাকার আব্বাস উদ্দিনের ছেলে।
মাসখানেক আগে ১৪ বছরের আরমানকে নগরীর পাঁচলাইশ এলাকার আলী বিন আবী
তালিব মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন তার অভিভাবকরা। ইচ্ছে ছিল ছেলেকে কোরানে হাফেজ বানাবেন।
কিন্তু মঙ্গলবার সকালে মাদ্রাসা থেকে খবর আসে,
আরমানকে আগেরদিন সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছে না।
তার মরদেহ দেখে এখন শোকের মাতম বইছে তার পরিবারে।
উল্লেখ্য, বিভিন্ন মাদ্রাসায় এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে মাদ্রাসা শিক্ষার ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন অভিভাবকরা।
চ্যানেল আর এ নিউজ ডেস্ক