ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদন

ভ্যাট কমানোর ঘোষণা দেওয়ার পরদিন গতকাল শুক্রবার বাজারে কোথাও বোতলের গায়ে লেখা দামে, কোথাও গায়ের চেয়ে বেশি দামে বিক্রি হয়েছে সয়াবিন তেল।
কিছু ব্যবসায়ী দাবি করছেন, গায়ের দামেই তাঁরা কম্পানির কাছ থেকে কিনে আনছেন।
তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

ভ্যাট কমানোর ঘোষণার পর বাজারে তেলের দাম কমছে বলে শোনা যাচ্ছে—এমন মন্তব্যের জবাবে প্রতক্ষ্যদর্শীরা বলেন, ‘দাম কমছে মানুষের মুখে মুখে।
বাস্তবে কমেনি।

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়া হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে দোকানের কর্মচারী গণমাধ্যমকে বলেন, ‘কম্পানির লোকজন যদি তাদের কাছ থেকে দাম কম না রাখেন
তাহলে তারা কিভাবে কম দামে বিক্রি করবে। কম্পানি দাম না কমালে বাজারে তেলের দাম কমবে না। ’

বাজারে তেলের সরবরাহের বিষয়ে জানতে চাইলে
সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা গণমাধ্যমকে বলেন,
‘সরবরাহে কোনো ঘাটতি নেই। তেলের দাম বেশি রাখারও কারণ নেই।

চ্যানেল আর এ নিউজ ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *