নিজস্ব প্রতিবেদন
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে মধ্যরাতে ভোটের প্রস্তুতি নেওয়া হয়।
কিন্তু সভাপতি পদে ভোটগ্রহণ না করে সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণের অভিযোগ ওঠে।
এতে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
গতকাল বুধবার (৯ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে
চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ার হাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে সম্মেলনস্থলে
অতিথিদের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় আওয়ামী লীগ নেতারা জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের
বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে সম্মেলনস্থল উত্তপ্ত করে তোলেন।
স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান,
পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বুধবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়।
কারণ সবাই ধারণা করেছেন সম্মেলনের আলোচনা শেষে সিলেকশনের মাধ্যমে কমিটি গঠন করা হবে।
কিন্তু রাত ১২টার দিকে সম্মেলনের অতিথিরা হঠাৎ ভোটের ঘোষণা দেন।
এতে কাউন্সিলররা তাদের ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
কিন্তু সভাপতি পদে ভোট না নেওয়ায় ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা একে অপরকে প্লাস্টিকের চেয়ার দিয়ে এলোপাতাড়ি মারধর করেন।
এ সময় ২০-২৫টি চেয়ার ভেঙে যায়। এতে অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন,
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরিস্থিতি শান্ত রয়েছে।
চ্যানেল আ এ নিউজ ডেস্ক