নিজস্ব প্রতিবেদন
‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ নাবিক গতকাল দেশে ফিরেছেন।
হাদিসুর রহমানের মরদেহ না আসায় বিমানবন্দরে তাঁর মা, বাবা ও ভাইয়ের কান্না।
ইউক্রেনের অলিভিয়া বন্দরে রকেট হামলায় নিহত ‘এমভি বাংলার সমৃদ্ধি’র থার্ড
ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মা-বাবা ও ভাইয়ের আহাজারিতে বিষাদ নেমে আসে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়।…
গতকাল বুধবার দুপুরে এমভি বাংলার সমৃদ্ধির ২৮ জন সঙ্গে থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ
দেশে না আসায় তাঁর মা-বাবা শাহজালাল বিমানবন্দরে বিলাপ করছিলেন।
জাহাজটিতে মোট ২৯ জন নাবিক ছিলেন, যাঁদের মধ্যে গত ২ মার্চ রকেট হামলায় নিহত হন হাদিসুর।…
হাদিসুরের বাড়ি বরগুনা । দিসুরের মেজো ভাই তরিকুল ইসলাম বিমানবন্দরে বলেন,….
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়,
হাদিসুর রহমানের মৃতদেহের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে মরদেহ ইউক্রেন থেকে মলদোভা সীমান্তের উদ্দেশে রওনা হবে।
মলদোভা থেকে নেওয়া হবে রোমানিয়ার বুখারেস্টে। এরপর মরদেহ দেশে আনা হবে।
চ্যানেল আর এ নিউজ ডেস্ক