ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদন

কর্ণফুলী নদীর গহিনে পৌঁছে গেছে আলোর রশ্মি।
নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ধরে এপারের আলো গিয়ে মিলেছে ওপারের আলোর সঙ্গে।

মাঝখানে চলছে এই বড় প্রকল্পের কর্মযজ্ঞ।
শুধু নদীর তলদেশে নয়, দুই পারেও লেগেছে উন্নয়নের ছোঁয়া।

টানেল ঘিরে নির্মিত সড়কে বিটুমিনের প্রলেপ পড়েছে। এই টানেল পথ দেখাবে নতুন বিনিয়োগ আর অর্থনৈতিক উন্নয়নে।
খুলবে পর্যটনশিল্পের নতুন দুয়ার।

এই টানেলকে কেন্দ্র করে কর্ণফুলী নদীর দক্ষিণ পার থেকে কক্সবাজার পর্যন্ত বিশেষ অর্থনৈতিক অঞ্চল,
গভীর সমুদ্রবন্দর, বিদ্যুেকন্দ্র নির্মাণের কাজ চলছে।
পর্যটননগরী কক্সবাজারের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ আরো গতিশীল করবে টানেলটি।

প্রায় দেড় দশক আগে চট্টগ্রামে এক জনসভায় কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের অঙ্গীকার করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তারই ধারাবাহিকতায় ২০১৭ সালের ৬ নভেম্বর এই প্রকল্প বাস্তবায়নের চুক্তি সই হয় এবং ওই বছরের ৫ ডিসেম্বর থেকে এই প্রকল্পের কাজ শুরু হয়।

চ্যানেল আর এ নিউজ ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *