নিজস্ব প্রতিবেদন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে যুক্তরাজ্যের এমপিদের উদ্দেশ্যে এক অভূতপূর্ব ভাষণ দিয়েছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন যুক্তরাজ্যের নেতা উইনস্টন চার্চিলকে অনুসরণ করে তিনি এতে বলেন,
‘আমরা যুদ্ধ করব বনে-জঙ্গলে, প্রান্তরে, সাগরতীরে, রাস্তায়। ’
জেলেনস্কি কিয়েভ থেকে ভার্চুয়ালি ভাষণ দেন। এই প্রথমবারের মতো কোনো বিদেশি নেতা কমন্সসভার অধিবেশন কক্ষে ভাষণ দিলেনে।
ভাষণের শুরুতে ব্রিটিশ এমপিরা উঠে দাঁড়িয়ে জেলেনস্কিকে অভিবাদন জানান। জেলেনস্কি এ সময় বলেন, ইউক্রেন লড়াই চালিয়ে যাবে। হাল ছাড়বে না।
তিনি সমর্থনের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে ধন্যবাদ জানান এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আওতা বাড়ানোর আহ্বান জানান।
লেনস্কি বলেন, ‘আমরা হাল ছাড়ব না। হারব না। আমরা আমাদের ভূমির জন্য লড়াই চালিয়ে যাব, যা-ই ঘটুক না কেন। ’
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও বিরোধী লেবার দলীয় নেতা স্যার কেয়ার স্টারমার জেলেনস্কির সাহসিকতা, সংকল্প এবং নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন।
চ্যানেল আর এ নিউজ ডেস্ক