ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদন

বরগুনা পৌর শহরে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে।
গতকাল সোমবার রাত সোয়া ১০টার দিকে পৌর শহরের গোলাম সরোয়ার সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট, স্থানীয় লোকজন, পুলিশ ও স্কাউট সদস্যদের ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ব্যবসায়ীরা বলেন, রাত সোয়া ১০টার দিকে ওই সড়কের অগ্রণী ব্যাংকের বিপরীতে একটি লেপ-তোশকের দোকানে প্রথমে আগুন লাগে।
মুহূর্তেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বরগুনা ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে আসার পর
আগুন নোভানোর যন্ত্রের ইঞ্জিন বিকল হয়ে যায়।

এ সময় উত্তেজিত জনতা গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে তাঁরা গাড়ি সরিয়ে নেন।
এরপর মির্জাগঞ্জ, বেতাগীর ও আমতলীর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ব্যবসায়ীরা বলেন, রাত সোয়া ১০টার দিকে ওই সড়কের অগ্রণী ব্যাংকের বিপরীতে একটি লেপ-তোশকের দোকানে প্রথমে আগুন লাগে।
মুহূর্তেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বরগুনা ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে আসার পর আগুন নোভানোর যন্ত্রের ইঞ্জিন বিকল হয়ে যায়।
এ সময় উত্তেজিত জনতা গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে তাঁরা গাড়ি সরিয়ে নেন।
এরপর মির্জাগঞ্জ, বেতাগীর ও আমতলীর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস বরগুনার উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ জানান,
খবর পেয়ে ফায়ার সার্ভিসের বরগুনা, বেতাগী, আমতলী ও পটুয়াখালীর মির্জাগঞ্জের ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে লোপ-তোশকের দোকান হওয়ায় আগুন নেভাতে সমস্যা হয়েছে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ জানতে কাজ করছে ফায়ার সার্ভিস।
এ পর্যন্ত কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা সম্ভব হয়নি।

চ্যানেল আর এ নিউজ ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *