নিজস্ব প্রতিবেদন
রাজধানীর শাহবাগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণঅধিকার পরিষদের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে তিন জন আহত হয়েছেন।
শুক্রবার (৪ মার্চ) বিকেলে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
গত কয়েকদিন বাজারে তেলের মূল্যবৃদ্ধি, অন্য সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে
রাজধানীর শাহবাগে গণঅধিকার পরিষদের মিছিলে পুলিশের লাঠিপেটায় কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার (৪ মার্চ) বেলা সাড়ে ৩টার পর একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে গেলে
গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ।
সেখানেই এক সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন দলটির নেতাকর্মীরা।
পরে পুলিশ কয়েকজনের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
করোনাভাইরাস সংক্রমণ, বিশ্ব বাজারে অস্থিরতায় দেশে চাল, ডাল, তেলসহ অন্য সব প্রয়োজনীয় দ্রব্যের দাম কয়েক গুণ বেড়ে গেছে।
এমন অবস্থায় বিভিন্ন দল ও সংগঠন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাস্তায় নেমেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের সাবেক ভিপি ও গণঅধিকার
পরিষদের সদস্য-সচিব নুরুল হক নুরের দলটি বিক্ষোভের ডাক দেয়।
কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের কথা থাকলেও সেখানে সমাবেশ করতে
পারেনি গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
পরে তারা মিছিল নিয়ে রাজধানীর কাকরাইল মোড়ে গিয়ে সড়কের ওপর বসে পড়ে।
চ্যানেল আর এ নিউজ ডেস্ক