ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশবাসীকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
স্থানীয় সময় শনিবার রাতে কিয়েভ থেকে দেওয়া আবেগপূর্ণ ভাষণে তিনি বলেন,
ইউক্রেনীয়রা রাশিয়ার আক্রমণের ‘ধাক্কা’ সহ্য করতে পেরেছে।


এবার রুখে দাঁড়িয়ে লড়াইয়ের সময় এসেছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন,
‘আপনাদের বাইরে বেরিয়ে এসে আমাদের শহরগুলো থেকে এই অশুভকে তাড়াতে হবে।
তবে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেওয়ার পাশাপাশি জেলেনস্কি ইউক্রেনকে
আরো যুদ্ধবিমান দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে অনুরোধ জানান।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ১১তম দিনে প্রবেশ করার পাশাপাশি এ খবরটি প্রকাশ পেল।
কিছুসংখ্যক বিশেষজ্ঞ বলছেন, রুশ আক্রমণ ইউক্রেনের কিছু কিছু জায়গায় স্থবির হয়ে গিয়ে থাকতে পারে।
তবে শনিবার এক বক্তৃতার সময় রাশিয়ার প্রেসিডেন্ট
পুতিন জোর দিয়ে বলেন, তাদের অভিযান ‘পরিকল্পনা মতোই চলছে। ’

চ্যানেল আর এ নিউজ ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *