নিজস্ব প্রতিবেদন
রাশিয়ার ‘বিশেষ অভিযান’ নামের আক্রমণ শুরু হওয়ার পর থেকে
গত এক সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি তিনটি হত্যাচেষ্টা থেকে রক্ষা পেয়েছেন।
বিশ্ববাসীর পরিচিত মুখ হয়ে ওঠা জেলেনস্কি আগেই বলেছিলেন, তাঁর আশঙ্কা তিনিই রুশ অভিযানের এক নম্বর লক্ষ্যবস্তু।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্টে দাবি করা হয়,
ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যা করার জন্য দুটি আলাদা দল পাঠানো হয়েছিল।
তাদের একটি হলো রুশ আধাসামরিক বাহিনী ওয়াগনার গ্রুপ ও আরেকটি চেচেন বিদ্রোহীদের দল।
ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি ওলেক্সি দানিলভের উদ্ধৃতি দিয়ে বলা হয়,
প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা ‘ভেস্তে দেওয়া হয়েছে’।
জেলেনস্কি নিজেকে রাশিয়ার আগ্রাসনের এক নম্বর লক্ষ্যবস্তু মনে করলেও
বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনাকে যুদ্ধ শেষের একমাত্র পথ বলে অভিহিত করেন।
চ্যানেল আর এ নিউজ ডেস্ক