ফাইল ফটো

চ্যানেল আর এ নিউজ ডেস্ক

অবশেষে জানা গেল কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের মৃত্যুর মূল রহস্য

২০২২ আরেকটি নক্ষত্রের পতন!!! অজি লিজেন্ড শেন ওয়ার্ন আর নেই
রহস্যময় সেই কিংবদন্তির মৃত্যুটা হলো বড্ড অসময়ে, ক্রিকেটবিশ্বকেই বড়সড় একটা ঝাঁকুনি দিয়ে। পরশু বন্ধুদের সঙ্গে এসেছিলেন থাইল্যান্ড ।
ভক্তদের সঙ্গে কথা বলতেও দেখা গেছে তাঁকে।

২৪ ঘণ্টা না যেতেই সেখানে নিজের ভিলায় পড়ে ছিলেন অচেতন হয়ে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে অন্যলোকে পাড়ি জমালেন লেগ স্পিনের ‘রাজা’।

ফক্স স্পোর্টস ও ডেইলি মেইল জানাচ্ছে, বড় রকমের হার্ট অ্যাটাক হয়েছিল ওয়ার্নের।
এরই মধ্যে ওয়ার্নের ম্যানেজার জেমস এরকসাইন জানিয়েছিলেন, ফক্স ক্রিকেটের সঙ্গে পুরো গ্রীষ্ম অ্যাশেজ নিয়ে ব্যস্ত থাকার পর তিন মাসের ছুটি পেয়েছিলেন ওয়ার্ন।

ছুটি কাটাতেই গিয়েছিলেন ওয়ার্ন।
ফক্স ক্রিকেটকে এরকসাইন বলেছেন, ‘শেন তিন মাসের ছুটি কাটাচ্ছিল, আর এখানেই ছুটির শুরু।
ওরা তো আগের দিন রাতেই মাত্র পৌঁছেছে।’ শেন ওয়ার্নের মৃত্যুর খবরটা কীভাবে পেয়েছেন, সেটাও জানিয়েছেন এরকসাইন,
‘বিকেল পাঁচটায় তাদের ঘুরতে বেরোনোর কথা ছিল।

নিওফিতু ৫টা ১৫ মিনিটে তার দরজায় নক করছিল, কারণ ওয়ার্নি সব সময় ঘড়ি ধরে চলে।
নক করে বলছিল, “আরে বের হও, দেরি করে ফেলছ।” তখনই বুঝল কোনো একটা সমস্যা হয়েছে।’

এরকসাইন বলেন, নিওফিতু এরপর সিপিআর দিয়ে ওয়ার্নকে বাঁচানোর চেষ্টা করেছেন। দ্রুত অ্যাম্বুলেন্স এনে তাঁকে হাসপাতালেও নেওয়া হয়েছে,
কিন্তু হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে।

কিংবদন্তির মরদেহ ময়নাতদন্তের জন্য অন্য এক হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

চ্যানেল আর এ নিউজ ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *