নিজস্ব প্রতিবেদন
সুমি অঞ্চলের রাষ্ট্রীয় প্রশাসনের প্রধান দিমিত্র ঝিভিতস্কি বলেছেন, শত্রুপক্ষ অর্থাত রাশিয়া তাদের প্রাপ্য ফল ভোগ করছে। শহরে অসংখ্য রুশ সৈন্যের মরদেহ পড়ে আছে।
বর্তমানে তাদের মরদেহগুলো রেড ক্রসকে হস্তান্তর করা হচ্ছে। যদিও তাঁর সেই দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
তবে রাশিয়ার কামান হামলায় গত রবিবার ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ওখতিরকায় ৭০ জনের বেশি সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছেন সে দেশের একজন কর্মকর্তা।
রুশ হামলায় ইউক্রেনের একটি সামরিক ইউনিট ধ্বংস হয়েছে। উদ্ধারকারী এবং স্বেচ্ছাসেবীরা ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারে কাজ করছেন।
চ্যানেল আর এ নিউজ ডেস্ক