ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদন

চট্টগ্রামের রাউজানে ছুরিকাঘাতে প্রেমিকাকে হত্যার পর প্রেমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
দুজনে একসঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে না পারলেও একই শ্মশানে শবযাত্রার সাথি হলেন।
রোববার রাত ৮টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের মহামুনি বড়ুয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আত্মহত্যা করা যুবকের নাম জয় বড়ুয়া । জয় একটি চায়ের দোকানের কর্মচারী ছিলেন।
এছাড়া খুন হওয়া তরুণীর নাম অন্বেষা চৌধুরী ওরফে আশা।
তিনি পাহাড়তলী ইউনিয়নের উদয়ন চৌধুরী বাড়ি এলাকার রনজিত চৌধুরী বাবলুর মেয়ে।

জয় ও অন্বেষার প্রেমের সম্পর্ক দীর্ঘ ১০ বছরের। তবে চায়ের দোকানের কর্মচারী হওয়ায় জয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি ছিল না মেয়েটির পরিবার।
সম্প্রতি ফ্রান্স থেকে আসা এক যুবকের সঙ্গে অন্বেষার বিয়ে ঠিক করে পরিবার।
আগামী ১০ মার্চ বিয়ের দিনক্ষণও ঠিক হয়। সেই বিয়েতে একপর্যায়ে রাজিও হয় অন্বেষা। বিষয়টি জেনে ক্ষুব্ধ হন জয়।
পরিকল্পনা করেন অন্বেষাকে মেরে নিজেও মরে যাওয়ার।

পুলিশ সূত্রে আরও জানা যায়, ঘটনার দিন কৌশলে অন্বেষাকে ডেকে আনে জয়।
এরপর তাকে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে অন্বেষাকে ছুরিকাঘাত করে হত্যা করে জয়।
পরে অন্বেষার মৃত্যু নিশ্চিত করে নিজের শার্ট ফ্যানের সঙ্গে বেঁধে ঝুলে আত্মহত্যা করেন জয়।

চ্যানেল আর এ নিউজ ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *