নিজস্ব প্রতিদন
এই ছেলেটি একজন প্রতারক ,মেয়ে সেজে বাসা ভাড়া নিয়ে থাকে।
চেহারা, কন্ঠ পুরো মেয়েদের মতই, তাই মানুষ তাকে সন্দেহ করতে পারে না।
কিছুদিন আগে একটি এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে কয়েক মাস ভাড়া ছিলো।
তারপর কিছু দিন যাওয়ার পরে যেই বাসায় ভাড়া ছিলো, সেই বাসার পাশের বাসার ৭-৮ মাসের একটি বাচ্চা চুরি করে নিয়ে যায়।
পরবর্তীতে সিসি ক্যামেরায় ধরা খায়। অনেক খোজার পর সেই এলাকার যুবক ছেলেরা তাকে আটক করে মারধর করার পর তাকে আইনের আওতায় দিয়ে দেওয়া হয় ।
কিছুদিন জেল খাটার পর মুক্তি পায় সে।
এরপর সেই ছেলেটি আবার মেয়ে সেজে শরীয়তপুর সদরে এল জি ডি ভবনের উত্তর পাশে এক বাসা ভাড়া নিয়ে কিছু দিন থাকে। তারপর এলাকা বাসির সন্দেহ হয়।
এ-র পর সেই এলাকার একটি কলেজ ছাত্রী তার কলেজে বন্ধুদের বিষয়টি জানান,পরে বিষয়টি জানার পর সাথে সাথে এলাকার লোক-জন সেখানে যায়।
যাওয়ার পরে তার সাথে দেখা এবং কথা বলার পরে তারা বুঝতে পারেন যে এই সেই ছেলে যে বহুবার এলাকায় মেয়ে সেজে ঘর ভাড়া নিয়ে শিশু পাচার করতো।
তারপর এই ছেলে নামক মেয়েটিকে সঠিক পরিচয় জিজ্ঞেসা করা হয়। অতঃপর মেয়েটি তার পরিচয় না দেওয়ার এলাকা বাসি তাকে চর- থাপ্পড় ও মার-ধর দেন।।
তারপর শরীয়তপুর পালং থানায় বিষয়টি জানান, এরপর পুলিশ আসার পর এলাকা বাসি তাকে আইনের আওতায় দিয়ে দেন।
সংশ্লিষ্ট প্রশাসন এইসব নারী ও শিশু প্রতারকচক্র থেকে সবাইকে সাবধান থাকার আহবান করেছেন।
এবং স্ব স্ব পরিবারের ছেলে- মেয়েদের সাবধানে রাখার কথা বলেছেন।
আর যারা বাসা ভাড়া দেন তাদের আগে ভাড়াটিয়া সঠিক পরিচয় নিয়ে বাসা ভাড়া দেয়ার কথা বলা হয়েছে ।
চ্যানেল আর এ নিউজ ডেস্ক