ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদন

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে মোমবাতি প্রজ্বালন করেছেন শিক্ষার্থীরা।
এ সময় তারা ধর্ষক ও শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বালন করেন। এ সময় তারা মোমবাতি হাতে মিছিলও করেন।

মোমবাতি হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়।
আলোর মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শত শত শিক্ষার্থীরা অংশ নেন।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।
সেই রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান গোপালগঞ্জ সদর থানায় অজ্ঞাতপরিচয় সাত-আটজনকে আসামি করে একটি মামলা করেন। এ মোট ১০ জনকে আটক করেছে র‍্যাব ও পুলিশ।

চ্যানেল আর এ নিউজ ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *