নিজস্ব প্রতিবেদন
ইউক্রেনে পঞ্চম দিনের মতো চলছে রাশিয়ার সামরিক অভিযান।
এই কয়েকদিনে পূর্ব ইউরোপের এই দেশটির বেশ কয়েকটি শহর দখল নেওয়ার পাশাপাশি রাজধানী কিয়েভ দখলেও এগিয়ে গেছে রুশ সেনারা।
এই পরিস্থিতিতে ইউক্রেনে বেলারুশের সেনা পাঠানোর গুঞ্জন উঠেছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভের চারদিক ঘিরে রেখেছে রাশিয়ার সেনারা। পালিয়ে যাওয়ার পথ অবরুদ্ধ।
কিয়েভের মেয়র বার্তা সংস্থা এপিকে গতকাল রবিবার একথা বলেছেন।
এপির সাংবাদিক মেয়রকে জিজ্ঞাসা করেছিলেন যে রুশ সেনারা রাজধানী শহরটি দখল করলে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা আছে কিনা।
জবাবে ভিতালি ক্লিৎসকো বলেন, ‘আমরা এটা করতে পারব না, কারণ সব পথ এখন বন্ধ । এই মুহূর্তে আমরা ঘেরাও। ’
রাশিয়ার সেনারা প্রায় সব দিক দিয়ে গোলাবর্ষণ চালিয়ে যাওয়ায় গতকাল রবিবার ইউক্রেনের সেনাবাহিনীর জন্য ছিল এক ‘কঠিন সময়’।
আরেক গুরুত্বপূর্ণ ঘটনায় রাশিয়ার প্রতিবেশী মিত্রদেশ বেলারুশ সেদেশে পারমাণবিক অস্ত্র রাখা অনুমোদন করে ভোট দিয়েছে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার পরমাণু অস্ত্র ব্যবস্থা ‘উচ্চ সতর্ক অবস্থায়’ রাখার পর এ ঘটনা ঘটল।
এ পরিস্থিতিতে জাতিসংঘ আজ সোমবার ১৯৩ সদস্য দেশকে নিয়ে একটি জরুরি বিশেষ অধিবেশনে বসবে।
এদিকে, কঠোর নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে রুশ মুদ্রা রুবেলের দাম ডলারের বিপরীতে আরো নেমে গেছে।
চ্যানেল আর এ নিউজ ডেস্ক