নিজস্ব প্রতিবেদন
কিয়েভ রক্ষার জন্য বেসামরিক নাগরিকদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে
বেসামরিক নাগরিকদের প্রতিরোধ গড়ে তোলার ব্যাপারে নির্দেশনা জারি করল ইউক্রেনের সামরিক বাহিনী।
এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, আপনাদের কাছে অস্ত্র বা গোলাবারুদ থাকুক কিংবা না থাকুক,
যুদ্ধের সম্ভাব্য সকল উপায় ব্যবহার করুন।
সামরিক বাহিনী সে দেশের নাগরিকদের নির্দেশনা দিয়েছে,
রাস্তার সংকেতগুলো মুছে দিতে।
রাস্তায় গাছ ফেলে রেখে চলাচল বাধাগ্রস্ত করতে।
বাড়িতে বোমা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবহনের প্রধান রুটগুলো ক্ষতিগ্রস্ত করে দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া রাতের বেলা কিংবা অন্ধকারে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।
চ্যানেল আর এ নিজউ ডেস্ক