নিজস্ব প্রতিবেদন
বাংলা সিনেমা যারা দেখেন, তারা হয়তো একটু খেয়াল করলেই তার মুখটি দেখেই চিনবেন!
ঠিক ধরেছেন। তাকে দেখছেন চলচ্চিত্রের পর্দায়।
শেষ দৃশ্যে অথবা মারামারির পরে ভিলেনদের পুলিশ ধরতে আসেন;
তখন ‘সেন্ট্রি, অ্যারেস্ট হিম’ বলার সঙ্গে সঙ্গে হাতকড়া নিয়ে ছুটে ভিলেন ও তার সাঙ্গোপাঙ্গদের গ্রেপ্তার করতে এই মানুষটিকে দেখা যায়।
কিন্তু কখনই তার মুখে শোনা যায় না কোনো সংলাপ।
তার নাম কামরুজ্জামান কামরুল।
যিনি এফডিসির কামরুল বা এফডিসির পুলিশ কিংবা পুলিশের পোশাক সরবরাহকারী ‘কস্টিউম কামরুল’ নামে পরিচিত।
গত ৩৪ বছরে ২ হাজারের বেশি সিনেমায় পুলিশ হয়েছেন বলে জানালেন কামরুল।
তার কথা, তিন দশক ধরে রাজ্জাক, শাবানা, কবরী, রোজিনা থেকে জসিম, রুবেল, সালমান শাহ, মান্না, রিয়াজ, শাকিব খান সবার সঙ্গে কাজ করেছি।
প্রত্যেকের কাছে স্নেহ পেয়েছি। অভিনয়ও করেছি। তবে ২ হাজার সিনেমা করলেও সেভাবে সংলাপ ছিল না। থাকলেও কম সিনেমাতে খুব ছোট্ট সংলাপ।
অতীত ও বর্তমান সিনেমার অনেককিছুর সাক্ষি এফডিসির কামরুল।
তিনি বললেন, আগে দেখেছি সবাই কাজ পাগল ছিলেন।
অভিনয় করে কীভাবে মানুষের মন জয় করা যায় সেই চেষ্টা করতেন।
কিন্তু এখনকার জেনারেশনের কেউ সেভাবে তার কাজটাকে ভালোবাসে না।
দু’পাঁচ বছরে যেসব নায়ক নায়িকা চলচ্চিত্রে এসেছে, এসেই নিজেদের বড় তারকা মনে করে।
সবশেষে কামরুল বলেন, গত ৩৪ বছরে যত শিল্পী সিনেমা করেছেন সবাই আমাকে পছন্দ করেন।
তাদের মতো বড় বড় শিল্পীরা আমাকে ভালোবাসেন এটাই আমার প্রাপ্তি।
তাছাড়া অর্থনৈতিকভাবে তেমন কোনো কষ্ট নেই কামরুল।
একজীবনে যা কিছু পেয়েছে তাতে তিনি সন্তুষ্ট।
চ্যানেল আর এ নিউজ ডেস্ক