নিজস্ব প্রতিবেদন
চট্টগ্রাম ক্যাটেল ফার্মার্স কমিউনিটি এবং ইউনিট্রেড ইভেন্টস প্রথমবারের মতো আয়োজন করে এ মেলা। এতে প্রদর্শিত হয় ৩২টি এগ্রো ফার্মে পালিত শতাধিক গরু ও ষাঁড়।
আগে থেকে প্রচার থাকায় সাধারণ মানুষও ভিড় করে এ মেলা দেখতে। কারণ এমন আয়োজন ব্যতিক্রম।
চট্টগ্রাম স্টেডিয়ামে প্রায় সারাবছরই থাকে কোন না কোন মেলা। মুক্তিযুদ্ধের বিজয়মেলাসহ প্রতিটি মেলাতেই হয় পণ্য প্রদর্শনী। কিন্তু শুক্রবার ছিল দিনব্যাপী অন্য রকমের এক মেলা।
সকাল থেকে বিকেল পর্যন্ত এই মাঠে দেখা যায় বিভিন্ন প্রজাতির গরু, যার সবই ছিল বেশ বলিষ্ঠ ও তাগড়া। মাঠে ছিল বিপুলসংখ্যক উৎসুক মানুষের ভিড়।
না, কোরবানির পশুর হাট নয়, এটি চট্টগ্রাম ক্যাটেল এক্সপো।
ভিন্নধর্মী এ আয়োজন নগরবাসীর নজর কেড়েছে।
দিনব্যাপী এ আয়োজনে ছিল ভিন্ন আমেজ। নানান জাতের গরু প্রদর্শনীর পাশাপাশি তুলে ধরা হয় এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য। স্টলগুলোতে শোভা পায় গবাদি পশু পালন সম্পর্কিত পরামর্শ।
দর্শনার্থী এবং পশু পালনে আগ্রহীরা সমৃদ্ধ হওয়ার চেষ্টা করেন প্রয়োজনীয় জ্ঞান লাভের মধ্য দিয়ে। বিকেলে খুবই আকর্ষণীয় একটি পর্ব ছিল এক্সপোতে তুলে ধরা ষাঁড়ের ফ্যাশন শো।
প্রথমবারের মতো আয়োজিত চট্টগ্রাম ক্যাটেল এক্সপো ২০২২ এ হোয়াইট টাইগার, রাজাবাবু, সেনাপতি এমন নামের বেশ কিছু বড় আকারের গরু ঘিরে ছিল দর্শনার্থীদের বেশ আগ্রহ।
মেলায় গরু প্রদর্শনীর পাশাপাশি ছিলো ক্যাটল ফ্যাশন শো, প্রান্তিক খামারিদের সম্মাননা, তরুণ উদ্যোক্তাদের সাফল্যের গল্প ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
চ্যানেল আর এ নিউজ ডেস্ক